শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়লাকাণ্ডে এবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালকে তলব সিবিআইয়ের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কয়লাকাণ্ডে এবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালকে তলব সিবিআইয়ের। গতকাল বাড়িতে গিয়েছিল, আজ ব্যবসায়ী রনধীন বার্নোওয়ালকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। আজ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই তাঁকে আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

ভোটের মুখে কয়লাকাণ্ডের বড়সড় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং সিবিআই । কলকাতায় ছেয়ে যায় ইডির টিম। সঙ্গে ৮০ জন আধাসেনা। লালা ঘনিষ্ঠ সুবাস অর্জুনের অফিসের হানা। কয়লাকাণ্ডে অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পাচারের টাকা যেত কয়েকজন সিনিয়র পুলিস অফিসারের কাছে। টাকা থাকত ব্যবসায়ীর কাছে। অভিযোগ পেয়েই বাঁশদ্রোণীতে রণধীর বার্নোয়ালের বাড়িতে পৌঁছয় গোয়েন্দারা।

কলকাতা , দুর্গাপুর এবং আসানসোল , পুরুলিয়া , হলদিয়া-সহ মোট ১৬টি জায়গায় অভিযান চলছে। ওই সব এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কয়লা পাচারে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারী অফিসার।

বাঁশদ্রোণীর বাসিন্দা রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে প্রভাবশালী যোগের অভিযোগ উঠেছে। কয়লার টাকা এই রণধীরের হাত ঘুরেই প্রভাবশালী অবধি পৌঁছত বলে মনে করছেন তদন্তকারীরা। একইসঙ্গে তাঁদের অনুমান, রণধীরের সংস্থায় কয়লা পাচারের কালো টাকা সাদা হত।