শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে এল ১২ কোম্পানি সিআরপিএফ। নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ। আর এই প্রেক্ষাপটে ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এদিনই রাজ্যে ঢুকেছে কেন্দ্রীয় বাহিনী।

প্রাথমিকভাবে এই ১২ কোম্পানি বাহিনী বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, হাওড়া, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া গ্রামীণ, বীরভূম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় মোতায়েন করা হবে। সব জায়গাতেই আপাতত ১ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে হিংসা-সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে সব পক্ষ। এবার বিধানসভা ভোট। এই নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার লক্ষ্যে নির্বাচনের কমিশনের কাছে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে বিরোধীরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে চলে আসবে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকবে সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ ও এসএসবি-র জওয়ানরা।