বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলাজুড়ে তল্লাশি অভিযান, উদ্ধার ১৩ টি বেআইনি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

 নিউজ সুন্দরবন ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন।নির্বাচনের নির্ঘন্ট এখন ঘোষণা হয়নি। তবে যে কোন মুহূর্তে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারেন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট।আর সেই কারণে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় সংগঠন মজবুত করে শুরু করে দিয়েছে রাজনৈতিক প্রচার পর্ব।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিংবা পরে যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে তার জন্য বারুইপুর পুলিশ জেলার স্পেশাল পুলিশ ফোর্স ও বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানার স্পেশাল পুলিশ বাহিনী বুধবার রাত থেকে জেলা জুড়ে রাতের অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করে। আর এই তল্লাশি অভিযানে বড়সড় সাফল্যও পায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ।

তল্লাশি অভিযানে উদ্ধার হয় ১৩ টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি বাসন্তীর চাতরাখালি থেকে সইরুল সরদার নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। অন্যদিকে কানিংয়ের সাতমুখী বাজার থেকেও একটি আগ্নেয়াস্ত্র সহ সাহাদাত সেখ নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।