শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে দিনের বেলায় চুরির ঘটনা ঘটলো অঙ্গনওয়াড়িতে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দিনে দুপুরে অঙ্গনওয়াড়িতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটলো নামখানা ব্লকে। এই ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের দক্ষিণ শিবপুর দেবনিবাস ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সদস্যের মদতে এই চুরির ঘটনা ঘটেছে।

এই নিয়ে একবার নয় পরপর তিনবার এই অঙ্গনওয়াড়িতে চুরির ঘটনা ঘটলো।

অঙ্গনওয়াড়ি কর্মী মমতা মাইতি বলেন, বিষয়টি আমার কাছে খুবই দুঃখের। ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া চাল, ডাল, আলু সহ একাধিক কিছু সামগ্রিক ও কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে।

তিনি আরো জানান, এই চুরির ঘটনা আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে গেলেও বিভিন্নভাবে অপমান করছে আমাকে।
পঞ্চায়েত সদস্য বলেন আমার ছেলেরা এই চুরি করেছে তোমার কি করার আছে তুমি করে নাও। এমনই হুমকির মুখেও পড়তে হচ্ছে এই অঙ্গনারী কর্মীকে।

দীর্ঘ কয়েক মাস মহামারী করোনাভাইরাস এর ফলে লকডাউনে বন্ধ ছিল পঠন-পাঠন। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় আস্তে আস্তে করে খুলছে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস কাছারি।

কিন্তু এরকম পরিস্থিতিতে এক পঞ্চায়েত সদস্যের মদতে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা নামখানা ব্লকে এই প্রথম। এই নিয়ে উঠছে নানা প্রশ্ন।