মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুচনা হল ক্যানিং মডার্ন বাস টার্মিনাস

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। সোমবার দুপুরে সুচনা হল দক্ষিণ ২৪ পরগনা জেলার- সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত ক্যানিং মডার্ন বাস টার্মিনাস। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নেতাজী ইন্ডোর ষ্টেডিয়াম থেকে ভার্চুয়ালের মাধ্যমে সুচনা করে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ক্যানিং বাস টার্মিনাস।ক্যানিংয়ের মাতলা নদী সংলগ্ন গোলকুঠি পাড়া এলাকায় বাস টার্মিনাস উদ্বোধনের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা,ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক শ্যামল মন্ডল,বাসন্তীর বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পরেশরাম দাস,ক্যানিংয়ের মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার,ক্যানিংয়ের বিডিও শুভঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টরা।
এই বাস টার্মিনাসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এই বাস টার্মিনাস থেকে কবে চালু হবে বাস?সে বিষয় এখন ও অনিশ্চিত। তবে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল বলেন ‘বাস টার্মিনাসের উদ্বোধন হলেও এখনও প্রায় ২৫ শতাংশ কাজ বাকি রয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য এই বাস টার্মিনাস চালু করা হয়েছে।পাশাপাশি এখান থেকে গদখালি,ধামাখালি,চুনাখালি,বাসন্তী,বারুইপুর,কলকাতা,দীঘা এমনকি রাজ্যের অন্যান্য জেলায় যাওয়ার জন্যও এখান থেকে বাস চলাচল করবে।উপকৃত হবে লক্ষাধিক মানুষ।