বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা নিয়ে বচসা,জখম ২

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারীতে গুরুতর জখম হলেন দুজন।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের ট্যাংরাখালি কলেজমোড় সংলগ্ন পাড়ায়। গুরুতর জখম অবস্থায় সুশীল দাস ও কার্তিক নস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে জানা গেছে এলাকার বাসিন্দা সুশীল দাস তার ঘর তৈরীর জন্য ইট ও বালি চলাচলের রাস্তার রেখেছিলেন।আর সেই কারণে রাস্তা দিয়ে যাতায়াতের অসুবিধা হচ্ছিল বলে প্রতিবাদ করেন কার্তিক নস্কর।অভিযোগ প্রতিবাদ করায় আচমকা কার্তিক নস্করের উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে।পাল্টা রাস্তার উপর থেকে ইট নিয়ে সুশীলকে আক্রমণ করে কার্তিক। ঘটনায় দুজনই রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয় প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় দুজন কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রৎয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। আভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।