মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্র্যান্ডস্লামে মেলবোর্নে গ্যালারিতে ৩০ হাজার দর্শক ঢোকার অনুমতি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২১
news-image

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে যে যার মতো করে ঘুরতে বের হন। আবারও কেউ কেউ র‌্যাকেট হাতে নেমে পড়েছেন কোর্টে। অনুশীলনের অংশ হিসেবে প্রদর্শনী ম্যাচও খেলছেন। এই যেমন সেরেনা উইলিয়ামস প্রদর্শনী ম্যাচে হারিয়ে দিলেন নাওমি ওসাকাকে।

জকোভিচ-নাদালরা ঘুরতে গেলেন পার্কে। তার মধ্যে দর্শকদের জন্য সুখবর দিল ভিক্টোরিয়া মন্ত্রী মার্টিন পাকুলা।

করোনার এই দুঃসময়ে বছরের প্রথম গ্র্যান্ডস্লামে দর্শক ঢোকার অনুমতি দিয়েছেন তিনি। ৮ ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে শুরু হওয়ার এই মেগা টুর্নামেন্টের প্রথম আট দিন গ্যালারিতে ৩০ হাজারের মতো দর্শক ঢোকার অনুমতি পাবে। আর কোয়ার্টার ফাইনাল থেকে সংখ্যাটা কমিয়ে ২৫ হাজার করা হবে। এ নিয়ে মার্টিন পাকুলা বলেন, ‘আমরা করোনা সতর্কতা মেনেই দর্শক রাখতে চাই। সেজন্য সবাইকে কিছু নিয়ম মেনে মাঠে ঢুকতে হবে। রড লেভার অ্যারেনার পরিবেশটা তো দারুণ। আগের বছরগুলোতে যেমন দেখছি এবারও সে রকম। আমার কাছে ভিন্ন কিছু মনে হয়নি।’

করোনায় অস্ট্রেলিয়ার খেলাধুলা অনেক আগেই ফিরেছে। ভারত ভালোভাবেই সিরিজ খেলে দেশে ফেরে। যদিও কোয়ারেন্টাইন নিয়ে রশি টানাটানি হয়। তবু গ্যালারিতে বসেই ব্যাট-বলের লড়াই উপভোগ করেন দর্শকরা।