মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে অস্ত্র পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০২১
news-image

পাঞ্জাব সহ এদেশে অশান্তি তৈরির চেষ্টা করছে পাকিস্তান। কেন্দ্রকে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে কৃষক আন্দোলন শুরু হয়, আর ওই সময় থেকেই ভারতে অস্ত্র পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অস্ত্র শুধু নয়, আসছে টাকা ও হেরোইনও। পাশাপাশি উস্কানির মাধ্যমে এদেশে অশান্তি তৈরি করতে চাইছে পাকিস্তান, এমন সতর্কবার্তা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতে, কৃষক আন্দোলনের ফাঁকেই পাকিস্তান পাঞ্জাবে এবং সীমান্ত অঞ্চলগুলিতে সমস্যা ও অশান্তির চেষ্টা করছে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা কৃষক আন্দোলনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দিতে দেশের সেনা বাহিনীর ২০ শতাংশ জওয়ান এখন কৃষক আন্দোলনের দিকে মনোযোগ দিচ্ছে। সেই সুযোগে সীমান্ত নিরাপত্তা যাতে আলগা না হয় এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজর দেওয়ার কথা কেন্দ্রকে বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলছেন, কৃষকরা কখনওই হিংসার পক্ষে নয়। তাঁরা নিজেদের দাবিদাওয়া কেন্দ্রের কাছে পেশ করেছেন, কেন্দ্র তা না শোনায় আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থা যাতে বিষয়টি খতিয়ে দেখে তার অনুরোধও কেন্দ্রের কাছে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।