শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সচেনতার বার্তা

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – হচ্ছে পানীয় জলের অপচয়। পাশাপাশি ক্যানিংয়ের মাতলা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার যত্রতত্র স্থানে জমছে ময়লা আবর্জনা।এতে করে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দূষিত হচ্ছে মুক্ত বাতাস। আর সেই কারণে নড়ে চড়ে বসলো মাতলা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

এলাকার পরিবেশ সুরক্ষার আহবানে জনসচেতনতার লক্ষ্যে মাতলা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় সমাজসেবী ফারুক আহমেদ সরদার সহ এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পথে নামলেন। যৌথ উদ্যোগ নিয়ে সামিল হলেন এলাকায় জনসচেতনতা করতে। ক্যানিংয়ের মাতলা ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সচেতনতার পাশাপাশি পোস্টারিং করা হল।

জনসচেতনতার লক্ষ্যে বার্তা দিয়ে দূষণমুক্ত পরিবেশ ,জলের অপচয় বন্ধ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, যত্রতত্র ময়লা আবর্জনা আর নয়, ডেঙ্গি নিধনে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ সুরক্ষায় ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার, প্লাস্টিক বর্জন, সহ নানান জনকল্যাণমূলক পরিবেশ সুরক্ষার সচেতনতা মূলক পোস্টারিং করা হয়। এই জনসচেতনতায় এলাকার জনপ্রতিনিধি সহ স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীরাও সামিল হয়েছিলেন।