বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রজাতন্ত্র দিবসের আগেই ক্যানিং ষ্টেশনে নিরাপত্তা ব্যাপক জোরদার করলো আরপিএফ

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – মঙ্গলবার ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবস।প্রজাতন্ত্র দিবসের আগেই নড়েচড়ে বসলো রেল পুলিশ(আরপিএফ) ও রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স (আরপিএসএফ)।প্রজাতন্ত্র দিবসের আগে কিংবা পরে যাতে করে কোন প্রকার হিংসাত্মক ও নাশকতার ঘটনা না ঘটে তারজন্য তৎপর হল।সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং ষ্টেশন। এই ক্যানিং ষ্টেশন দিয়ে ট্রেনে চড়ে প্রতিদিন যাতায়াত করেন লক্ষাধিক মানুষজন। পাশাপাশি কাছেই সুন্দরবন ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। যাতে করে দুষ্কৃতিরা কোন প্রকার নাশকতা কিংবা হিংসাত্মক ঘটনা না করতে পারে তার জন্য ক্যানিং ষ্টেশন সহ তালদি,বেতবেড়িয়া,ঘুটিয়ারী শরীফ সহ বিভিন্ন ষ্টেশনে নিরাপত্তা জোরদার করলো আরপিএফ ও আরপিএসএফ।প্লাটফর্ম এমন কি রেলের প্রতিটি কামরায় চলছে এমন চিরুনী তল্লাশি অভিযান। পাশাপাশি মাস্ক হীন সাধারণ রেলযাত্রীরা যাতে করে মাস্ক ব্যবহার করেন তারজন্যও যাত্রী সাধারণ কে অনুরোধ করছেন রেলপুলিশ।উল্লেখ্য গত প্রায় এক সপ্তাহ ধরে ক্যানিং ষ্টেশন চত্বরে এমন চিরুনী তল্লাশি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ক্যানিং ষ্টেশন আরপিএফ আউট পোষ্টের আধিকারীক আর কে সিং,রীণা কুমারী,এস ঘোষ,অমরেন্দ্র প্রসাদ সিং সহ আরপিএফ ও আরপিএসএফ বাহিনী।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ষ্টেশন চত্তরে আরপিএফ ও আরপিএসএফ এর এমন চিরুনী তল্লাশি অভিযান দেখে সাধারণ রেলযাত্রীরা খুশি। তাঁদের দাবী প্রতিনিয়ত এমন তল্লাশি অভিযান হলে সুবিধা হবে সাধারণ যাত্রীদের। দুষ্কৃতিরা কোন প্রকার নাশকতা করতে পারবে না।