মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিজেপি সরকার এসে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক এ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে দেবে’

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  পশ্চিমবঙ্গে ৭২ হাজার কৃষক আত্মহত্যা করেছে,কিন্তু রাজ্য সরকার বলছে এরাজ্যে কোন কৃষক আত্মহত্যা করেনি। কোথাও বলছে ব্যাক্তিগত কারনে,কোথাও বলছে রোগের কারনে মারা গেছে।

বড়জোড়া বিধানসভার অন্তর্ভুক্ত বড়জোড়া মন্ডল 1 এর কৃষ্ণনগর গ্রামে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির রাজ্যের সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এ অভিযোগ করেন।
কেন্দ্রের কৃষক সুরক্ষা যোজনা এরাজ্যে চালু করার ছাড়পত্র সম্পর্কে শ্রী ব্যানার্জী বলেন, এখন আর তাঁকে কৃষকদের স্বার্থ দেখতে হবে না,২১’শের নির্বাচনে বিজেপি সরকার এসে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক এ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে দেবে।
বাঁকুড়া জেলায় আলু চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন, উৎপাদনের অর্ধেক দামও তারা পাচ্ছেন না।এ প্রশ্নের উত্তরে শ্রী ব্যানার্জী বলেন,রাজ্য সরকার তৃণমূল নেতা নেত্রীদের ফড়ে বানিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে।তার পরিনতি এই হবে।তাঁর বক্তব্য, ফড়েদের না হাঁটালে কৃষকরা চিরকাল বঞ্চিত থেকে যাবে।
সারা দেশে কৃষি বিল বাতিলের দাবীতে কৃষক আন্দোলন সম্পর্কে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার বিচার বিবেচনা করেই এব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।