শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপত্তা আর পুলিশী ঘেরাটোপের মধ্যে কো-ভ্যাক্সিন এল বাঁকুড়ায়

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  আঁটোসাঁটো নিরাপত্তা আর পুলিশী ঘেরাটোপের মধ্যে গত বুধবার ২৫ হাজার কো-ভ্যাক্সিন বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছে। এবার তা নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে প্রথম শ্রেণীর করোনা যোদ্ধাদের দেওয়া হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামী ১৬ জানুয়ারী থেকে বাঁকুড়া জেলা জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।

টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে বৃহস্পতিবার সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়া দেখলেন ব্লক প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন সিমলাপালের বি.ডি.ও অরিজিৎ দাস, আই.সি তাপস দত্ত, বি.এম.ও.এইচ রামাশিস টুডু প্রমুখ।

পরে বি.এম.ও.এইচ রামাশিস টুডু বলেন, আমরা প্রত্যেকেই বিশেষ এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। শুধুমাত্র সিমলাপাল ব্লক এলাকায় টিকাকরণের জন্য ৬৩৬ জন মনোনীত হয়েছেন। জেলা থেকে আরো তালিকা আসবে। তবে টিকাকরণের প্রথম দিন ১০০ জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে তিনি জানান।