বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপের কামড়, সোজা হাসপাতালে শিশুকন্যা

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফের গাঁতি এলাকার ঘটনা।
অন্যান্য দিনের মতো বরিবার বিকালে বাড়ির পাশেই খেলা করছিল বছর সাতেকের কন্যাশিশু তুহিনা মন্ডল। আচমকা তার ডান হাতের তালুতে সাপে কামড় দেয়।সাহসের উপর নির্ভর করে কন্যাশিশু সাপ কে ছাড়িয়ে দুরে ছুঁড়ে ফেলে। হাতের তালু থেকে রক্ত বের হতেই কান্নায় চিৎকার জুড়ে দেয়।কান্নার আওয়াজ শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। দৌড়ে আসেন কন্যাশিশুর মা সাজেদা মন্ডল।

তুহিনা কাঁদতে কাঁদতে তার মা কে জানায় একটি সাপ তাকে কামড় দিয়েছে।সাপকে ছাড়িয়ে দূরে ফেলে দিয়েছে সে।আচমকা এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
মেয়ে কে সাপে কামড় দিয়েছে জানতে পেরে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না সাজিদা। প্রতিবেশীরা শিশুকে নিয়ে ওঝাগুণিনের কাছে যাওয়ার পরামর্শ দিতে থাকেন।
দেরী হলে বিপদ ঘটতে পারে। এমনটাই ভেবে প্রতিবেশীদের কথা কোন প্রকার পাত্তা না দিয়ে একপ্রকার উপেক্ষা করে মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় ঘুটিয়ারী শরীফ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।বর্তমানে সেখানে সঙ্কটমুক্ত অবস্থায় শিশুবিভাগে চিকিৎসাধীন রয়েছেন এই কন্যাশিশু।

অন্যদিকে ছোট শিশুর এমন সাহসিকতার কথা প্রতিবেশীরা জানতে পেরে কুর্নীশ জানিয়েছেন।