বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড,স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  নববর্ষের শুরুতেই ভয়বাহ অগ্নিকান্ডে পুড়লো পাঁচ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ক্যানিং থানার মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর দিঘীরপাড় এলাকার জীবনদীপ পাড়ায়।স্থানীয় সুত্রে জানাগেছে এদিন বিকালে প্রাক্তন পঞ্চায়েত প্রধান নন্দ রায় ও উদয় ঘরামীর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন।তারাই চিৎকার চেঁচামেচি শুরু করলে এই দুই পরিবারের লোকজন দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।বাড়ির বাইরে বেরি আসেন পাড়ার অন্যান্য পরিবারের লোকজনও। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরো তিনটি বাড়ি গ্রাস করে।

খবর পেয়ে স্থানীয় একদল যুবকদের নিয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন তৃণমূল কো-অর্ডিনেটর পরেশরাম দাস।৭ নম্বর দিঘী থেকে যুবকরাই বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে ক্যানিং থানার পুলিশ ও দমকল খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। যদিও এলাকার সাধারণ মানুষ ও যুবকদের তৎপরতায় আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে আসে।স্থানীয়দের দাবী শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণ জানা যায় হনি।

ঠিক কি কারণে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ও দমকল।