শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে উদযাপন হল তৃণমূল এর ২৪ তম প্রতিষ্ঠা দিবস

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  তৃণমূলের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল সাতমাইল বাজারে।
নামখানা ব্লকের সাতমাইল বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরেন্দ্র নাথ গিরি, জয়ন্ত আচার্য, অজয় ভূঁইয়া, স্বদেশ রঞ্জন গায়েন, শ্রীমন্ত মালি, পঙ্কজ মাইতি সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থক বৃন্দ।

এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে কি কি কাজ করেছেন তার একটি পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন।

এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক স্বদেশ রঞ্জন গায়েন বলেন, কেন্দ্রীয় সরকার এনআরসি নিয়ে যত লাফালাফি করুক না কেন পশ্চিমবঙ্গে এটি করা সম্ভব নয়। পবিত্র পশ্চিমবঙ্গে সবার বসবাস করার অধিকার আছে। এখানে মা মাটি মানুষের সরকার রয়েছে। বিভিন্ন ধর্মালম্বী মানুষের বসবাস এখানে। কোনও মতে এই রাজ্যে এনআরসি করা হবে না।

এই প্রসঙ্গে শ্রীমন্ত মালি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন তা ৩৪ বছর সিপিআইএম ক্ষমতায় থেকেও তা করতে পারেনি। সারা রাজ্যে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল সব কিছুই আজ হয়েছে। আট থেকে আশি যেভাবে আজ পরিষেবা পাচ্ছেন তা মানুষ ভালোবেসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন। একে একে বক্তব্য রাখেন পঙ্কজ মাইতি সহ আরও অনেকে।

এছাড়াও নামখানা ব্লকের প্রত্যেকটি বুথে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

আরও দেখুন