শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষি আইন বাতিলের দাবিতে জলপাইগুড়ি জেলা জুড়ে আরম্ভ হয়েছে কৃষক জাঠা অভিযান

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লাগাতার চলছে কৃষক জাঠা জলপাইগুড়ি জেলা জুড়ে। কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে ও এই আইনের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা জুড়ে আরম্ভ হয়েছে কৃষক জাঠা অভিযান।

কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইন ও বিদ্যুত বিল প্রত্যাহার, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের , রাজ্য সরকার ঘোষিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলসমূহ ও জাতীয় কংগ্রেসের আহ্বানে গণ অবস্থান কর্মসূচি গ্রহন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পিনাকী সেনগুপ্ত সি পি এই(এম)নেতা বিপুল সান্যাল সভা পরিচালনা করেন সি পি এই নেতা রানগোপাল ভট্টাচাৰ্য, ফরওয়ার্ড ব্লক নেতা পিনাকী রায়, কংগ্রেস নেতা অসীম তাফাদার, আর এস পি নেতা পরিতোষ ঘোষ, সি পি এই এম এল লিবারেশন নেতা প্রদীপ গোস্বামী, সি পি এই(এম) নেতা অরিন্দম চক্রবর্তী।
দেশের দুর্বার কৃষক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার কৃষক জাঠা জলপাইগুড়ি জেলাতে লাগাতার চলছে।