শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষাক্ত বছরের শেষলগ্ন দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করলেন সরদার পরিবার

News Sundarban.com :
ডিসেম্বর ৩১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  অবশেষে সমাপ্তি ঘটলো একটি বিভীষিকাময় বছরের। নানান ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে অজস্র প্রাণ কেড়ে নিয়েছে ২০২০। সেই বিভীষিকাময় বছরের শেষলগ্নে এবং আগামী নতুন বর্ষে অসহায় দুঃস্থ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ক্যানিংয়ের ‘পুলিন সরদার ও গান্ধারী সরদার মেমোরিয়াল ফাউন্ডেশান’।
বৃহষ্পতিবার সকালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার প্রায় ৪০০ অসহায় ও দুঃস্থ,প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দিলেন শীতবস্ত্র।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস, বিশিষ্ট শিক্ষক যাদব চন্দ্র বৈদ্য,গোপাল সরদার,নন্দন সরদার,অভিজিৎ সরদার সহ অন্যান্যরা।
‘পুলিন সরদার ও গান্ধারী সরদার মেমোরিয়াল ফাউন্ডেশান এর কর্ণধার কল্যান সরদার জানিয়েছেন  “আমাদের বংশের একটা ঐতিহ্য রয়েছে।

যার জ্বলন্ত উদাহরণ ক্যানিংয়ের ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজ। সেই দিকে তাকিয়ে পারিবারিক ভাবে সাধারণ মানুষের সেবায় আমরা নিজেদের কে নিয়োজিত করে দুঃস্থ দরিদ্র মানুষের সেবা ব্রতী হয়ে এমন উদ্যোগ নিয়েছি”।