দোকান থেকে বাড়ি ফেরার সময় চাকদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

নিউজ সুন্দরবন ডেস্ক: হুগলির চাকদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। আহত ব্যবসায়ীর নাম শেখ লুতফর রহমান। প্রাথমিক অবস্থায় পুলিশই ওই ব্যক্তিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হওয়ায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। জানা গেছে, তারকেশ্বর থানা এলাকার চাকদা গ্রামে ওই ব্যক্তির নিজস্ব দোকান।দোকান থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী। স্থানীয়দের থাকে জানা গেছে, মোজপুর গ্রামে সাইকেলের দোকান বন্ধ করে চাকদা গ্রামে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী। সেই সময় সম্পর্কে ভাইপো রেজাউল সরকার গুলি চালায়। পর দুটি গুলি ছোড়ে। দুটি গুলিই ওই ব্যক্তির পেটে লাগে।