বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনির্দিষ্টকাল ঋতু আর স্মৃতি

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০২০
news-image

অনির্দিষ্টকাল ঋতু আর স্মৃতি
গোলাম রসুল

আমার নিজস্ব একটি সূর্য জ্বলছে আকাশে

আমার অশ্রুর জল বাহক

শুকনো মরুভূমি পেরিয়ে নৃশংস ধাতুর ঈগল
ধাবমান কালো জাহাজ
মিছিলে ঘুমিয়ে পড়েছে জনতা এমন এক আন্দোলনের ধার দিয়ে ধীরে এগিয়ে চলেছে
দুটো কালো রং লাল হয়ে পাথরের মতো তাকিয়ে
আর রাশি রাশি শুকনো পাতা যেভাবে মৃতরা ফিরে ফিরে আসে আমাদের স্মৃতিতে
এত ফাঁপা যে আমাদের একাকিত্ব নেই
নৈঃশব্দ্য ও নেই
আমাকে ছেড়ে গিয়ে ঝিঁঝিঁর মতো উড়ছে পৃথিবী
দুঃখে আমরা অবসর কাটাই
আর কিভাবে বানিয়েছি এই জীবন সমূহ
ঝড়ের মুখ থেকে লবণের গন্ধ
আর কাতারে কাতারে লোক এদিকে আসছে
শান্ত অট্টালিকা
মরচে ধরা লোহার পাত
প্রাচীনকাল ধরে যখন আমি জাঙালের ওপর দিয়ে যাচ্ছিলাম
কুয়াশার মুসুরি খেত
অনির্দিষ্ট ঋতু আর স্মৃতি

আমার একটি নিজস্ব সূর্য আছে

কবি গোলাম রসুল। জন্ম ১৯৫৯ সাল। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এই কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রসুলের নেশা বলতে কবিতা লেখা। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই ‘নিদারুণ ছায়া’, ‘মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়’, ‘দুই মাস্তুলের আকাশ’ প্রভৃতি।