উত্তরবঙ্গের পর্যটন মহলে এবার খুশির জোয়ার, ছুটবে টয় ট্রেন

নিউজ সুন্দরবন ডেস্ক: আশায় আশায় বসে থাকা উত্তরবঙ্গের পর্যটন মহলে এবার খুশির জোয়ার। অনেকদিনের আশা কবে আবার চলা শুরু করবে এই খেলনা গাড়ি।
উৎসবের মৌসুমের পর শীতের আমেজ ক্রমশ জাঁকিয়ে বসতেই আগমন ঘটেছে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের। ফলে দাবি উঠেছিল অনেক আগে থেকেই যে ঐতিহ্য সম্পন্ন খেলনা গাড়ি ট্রেন চালু করার করোণা আবহাওয়ার মধ্যে যাবতীয় বিধি-নিষেধকে মেনে।
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে দীর্ঘ টালবাহানার পর ২৫ ডিসেন্বর থেকে পাহাড়ে টয়ট্রেন চলবে। রাজ্য সরকারের সবুজ সংকেত মিলতেই টয়ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।
রেল সূত্রে খবর, আপাতত তিন জোড়া জয় রাইড দিয়ে পরিষেবা শুরু করা হচ্ছে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত এই জয় রাইড পরিষেবা মিলবে বলে জানিয়েছেন সুভানন চন্দ, মুখ্য জনসংযোগ আধিকারিক , পূর্বোত্তর সীমান্ত রেল।
তিনি বলেন, রাজ্যের কাছে আমরা পুজোর আগে অনুমতি চেয়েছিলাম। সেই সময় থেকেই আমরা ট্রেন চালাতে প্রস্তুত ছিলাম। এবার অনুমতি পাওয়া গিয়েছে। তাই ২৫ ডিসেম্বর থেকে করোনা বিধি মেনেই টয়ট্রেন চালানো হবে। আপাতত জয় রাইড দিয়ে পরিষেবা শুরু করা হচ্ছে
বলে তিনি জানিয়েছেন।