ধান কেটেছে লেদাপোকা, চাষীর মাথায় হাত

নিউজ সুন্দরবন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমা এলাকার সিংহ মানুষজন ধান চাষের উপর নির্ভশীল। করোনা আবহে চাষীরা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছিলেন।ধারদেনা করে নিজেদের চাষের জমি কোন রকমে চাষ করেছিলেন। ধানের ফলন প্রচুর পরিমাণ হওয়ায় তাঁদের মুখে হাসি ফুটেছিল।মাঠে সেই ধান কেটেছিলেন চাষীরা। কিন্তু সেই চওড়া হাসি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।
মাঠে ধান তুলতে গিয়ে ক্যানিং মহকুমা এলাকার প্রায় সমস্ত চাষীদের মাথায় হাত পড়েছে।সিংহ ভাগ ধান ‘লেদা পোকা’ কেটে দিয়েছে।কাটা ধান জলে এবং কাদায় পড়ে নষ্ট হয়েছে।এমন ঘটনা ঘটছে ক্যানিং মহকুমা এলাকার বাসন্তী,গোসাবা,ক্যানিং,জীবনতলার প্রত্যন্ত এলাকার চাষীদের ক্ষেতে।
কৃষক তরুন নস্কর, মনোরঞ্জন সরদার,পার্বতি মন্ডলরা জানিয়েছেন করোনা আবহে কোন কাজ না থাকায় ধারদেনা করে জমিতে ধান চাষ করেছিলাম। ফলন হয়েছিল প্রচুর।মাঠে ধান কাটার পর লেদাপোকা প্রচুর পরিমান ধান কেটে নষ্ট করে দিয়েছে। একবিঘা জমি প্রায় ৬ বস্তা ধান পেতাম। সেখানে তিন থেকে চার বস্তা ধান হয়েছে। কিভাবে যে ধার দেনা শোধ করবো ভেবে পাচ্ছি না।