শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৃত্যুর মহাসড়ক

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০২০
news-image

মৃত্যুর মহাসড়ক

মাহফুজা অনন্যা

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং চলাকালে আমি প্রতিদিন মৃত্যুর মহাসড়ক পরিদর্শনে চলে যাই,

আর দেখি রাস্তার বিপরীত দিক থেকে ছুটে আসা গাড়িগুলি আনমনে চলতে থাকা মেয়ে, শিশু, নারী, কিশোর, যুুবক, বৃদ্ধগুলিকে পিষিয়ে দিয়ে যাচ্ছে।

গাড়ীগুলো তাদের চাকরি-বাকরি ধুলায় মিশিয়ে দিয়ে অবলা ষাঁড়ের মতো ছুটছে

মানুষগুলি যেখানে চলে যাচ্ছে সেখানে সবাই নামগোত্রহীন হয়ে পড়ছে,

আর তাদের ঘরে পড়ে থাকছে অনাহারী মুখ!

আমি ঘরে বসেই এসব দৃশ্য দেখতে পাই

মৃত্যুর কাঁটাটি উর্ধ্বমুখী উঠছে তো উঠছেই

কিন্তু আমার হাতের কাছে কোন গ্রাফ পেপার বা পেনসিল নেই

যেখানে মৃত্যুর উর্ধ্বমুখী কাঁটার উপর বিশাল আকৃতির একটি সবুজ পৃথিবী এঁকে চাপা দিই,

যাতে মৃত্যুর কাঁটাটির মাথা অধিকতর ভারী হয়

আর পৃথিবীর চাপে সামনে এগোতে না পারে…

বাংলাদেশের খ্যাতনামা কবি মাহফুজা অনন্যা। জন্ম ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর। কুষ্টিয়া জেলার মধুপুর গ্রামে।

বাবা মোহাম্মদ সাদ আহমেদ একজন ব্যবসায়ী ও মা তাহমিনা আহমেদ গৃহবধূ। ঢাকায় বসবাসকারী এই কবি পেশায় শিক্ষক। প্রকৃতি, প্রেম, কাল, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লেখেন মাহফুজা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ “সোনালি অসুখ” এবং “কামার্ত নগরের কামিজ”।