শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকের বনধের চেহারাটা একদম ভিন্ন

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষিবিল নিয়ে কংগ্রেস এবং বামেদের ডাকা বনধের তেমন প্রভাব পরল না নামখানা ব্লকে। ভারত বনধের ডাক। কোথাও কোথাও ট্রেন অবরোধ এবং কোথাও বা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ, আবার কোথাও ট্রেন লাইনে কলাপাতা ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। কিন্তু নামখানা ব্লকের চেহারাটাই একটু আলাদা। খোলা রয়েছে দোকানপাট। চলছে যানবাহন। নিত্য দিনের মতো ব্যস্ততার সঙ্গে কাজ করছে মানুষজন‌।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতমাইল বাজারের একজন বাসিন্দা বলেন, কিসের বন্ধ, দীর্ঘ কয়েক মাস লকডাউন এরপর মানুষের রুজি-রোজগার একদম তলানিতে ঠেকে গিয়েছে। আস্তে আস্তে করে করোনা ভাইরাস শিথিল হওয়ার কারণে যানবাহন থেকে শুরু করে, দোকানপাট এমনকি মানুষের রুজি-রোজগারের পথ প্রশস্ত হলো।

কিন্তু এরকম অবস্থা কংগ্রেস এবং বামেদের ডাকা বনধ পালন করা টাই আমাদের কাছে অনেক কঠিন। এই বনধ আমাদের খেতে দেবে না। এই বন্ধ আমাদের রুজি-রোজগারের কোন জায়গা করে দেবে না। এই বনধ আগামী দিনে কোন ইতিবাচক দিক দেখাবে না তাহলে কিসের বনধ।