শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রেল বস্তী উচ্ছেদ করতে এলে আরপিএফ এর হাত পা ভেঙ্গে ফেলে রাখা হবে’

News Sundarban.com :
ডিসেম্বর ৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রেল বস্তী উচ্ছেদ করতে গেলে সেই কাজে যুক্ত কাওকে ফেরৎ না যাওয়া ও বুলডোজার ভেঙ্গে ফেলার নিদান দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। রেল বস্তী উচ্ছেদের প্রতিবাদে শনিবার বিকেলে বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণীতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নিদান দেন।

কল্যাণ ব্যানার্জী এদিন বক্তৃতাকালে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের সমালোচনা করে বলেন, রেল বস্তী উচ্ছেদ করতে এলে ঝেঁটিয়ে বিদায় করুন। আর বুলডোজার ভেঙ্গে সেই লোহা নিজেদের কাজে লাগান। পাশাপাশি রাজ্যে রাজ্যপাল কে বিজেপি এজেন্ট, বিজেপির পার্টি অফিস ঝাট দেয় বলে জানান সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ ব্যানার্জী এদিন তাঁর বক্তৃতার শেষ পর্বে এসে রেলের ডিআরএম (আদ্রা) কে হুঁশিয়ারী দিয়ে বলেন, বাঁকুড়ার এই রেল বস্তী উচ্ছেদ করতে এলে আরপিএফ এর হাত পা ভেঙ্গে ফেলে রাখা হবে। পাশাপাশি ডিআরএম (আদ্রা)কে তাঁর বাংলো থেকে বাইরে বেরোতে দেওয়া হবেনা বলেও দাবি করেন।