শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝড়খালির অবিভাবক শিক্ষক ষড়ানন মন্ডল প্রয়াত, এলাকায় শোকের ছায়া

News Sundarban.com :
ডিসেম্বর ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালিতে সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিশিষ্ট শিক্ষক ষড়ানন মন্ডল। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

বৃহস্পতিবার মধ্যরাতে ব্রেন স্ট্রোকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ঝড়খালির হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের সংস্কৃত বিভাগে শিক্ষকতা করতেন তিনি। সেই সাথে ঝড়খালি বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতা নিয়ে একটি আঞ্চলিক রাধাকৃষ্ণ নাটমন্দির স্থাপন করেন। প্রতি বছর এই নাট মন্দিরে হরিনাম মহাসংকীর্তন আয়োজন করতেন।

যেখানে হাজার হাজার ভক্তের ভিড় জমতো। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন তিনি। কারোর আপদে-বিপদে,সমস্যা সমাধানে তিনি নিরলস পরিশ্রম করে গিয়েছেন। প্রতিবছর এলাকার দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য বই, খাতা, পেন ও প্রচুর পরিমাণে অর্থ প্রদান করতেন তিনি। সব মিলিয়ে ঝড়খালির মানুষ একজন দায়িত্বশীল অভিভাবককে হারালেন। তাঁর এই প্রয়াণে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।