মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমি কষ্ট পাবে

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০২০
news-image

তুমি কষ্ট পাবে                                                                                                                                            মহিবুল আলম

কোনোদিন বুবুদের গতর ছুঁইয়ো না, শরীর খসে দুঃখ হবে।
কাকেরা যেমন হলুদ বিকেলে বিদ্যুতের তার ঠোকরে ঠোকরে নিজ ঠোঁটে শুধু কষ্ট বাড়ায়, তেমনি-
তোমার ঠোঁটের অন্তঃস্তলে ক্ষয়ে পড়া কষ্ট হবে। কষ্টগুলো ব্যাধি হবে।
ব্যাধি হয়ে তোমার তাবদ ঘরে দুঃখ হবে। এতো সনাতনী পাপেরই খেলা-
দুঃখবতী বুবুদের শরীর ব্যাধির মতন আস্তে আস্তে ঈশ্বরের পাশ কেটে যায়। ওরা ভগবানেরই রূপ দেখে।

তুমি কখনই বুবুদের ঠোঁট ছুঁইয়ো না, কষ্ট পাবে। দুঃখগুলো অন্তরালে চুইয়ে চুইয়ে শুদ্ধি হবে।
ওরা ঈশ্বরের দেহে ভগবানের দেবী হয়। ওরা সীতা, মরিয়ম সেজে ঈশ্বরের ঘরে বংশ বাড়ায়।
ওরা রাবেয়ার রূপ ধরে শকুনের কষ্টে তাকায়।

তুমি কখনই বুবুদের চোখ ছুঁইয়ো না, কষ্ট পাবে। তুমি শুধু পাপি হবে।
—০—

বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কথাসাহিত্যিক মহিবুল আলমের জন্ম। ডাকনাম লিটন। সরকারি চাকুরে বাবা কাজী এম নুরুল আলমও কবি ছিলেন। মা বেগম কাজী সখিনা বেগম।

নব্বইয়ের দশকের লেখক মহিবুল প্রথমে নিউজিল্যান্ড ও বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রবাসী। কবিতা, গল্প, ভ্রমণকাহিনি, উপন্যাস সবক্ষেত্রেই অবাধ বিচরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে তিন খণ্ডে আত্মজীবনীমূলক “তালপাতার পুঁথি” উপন্যাস লিখে সাড়া জাগিয়েছেন। ১৯৯৮ সালে তিনি “তিথিক্ষয় ও আকাশগঙ্গা” বইটির জন্য বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প পুরস্কার পান।


গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া