বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমি ধসে তামিল নাডুরর তিনজনের মৃত্যু

News Sundarban.com :
নভেম্বর ২৭, ২০২০
news-image

দক্ষিণাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে দুর্বল হয়ে পড়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় নিভার। বুধবার গভীর রাতে ঝড়টি পুদুচেরির ৩০ কিলোমিটার উত্তরে তামিল নাডুর উপকূলীয় শহর মারাক্কা নামে আঘাত হানে। এর প্রভাবে ভূমি ধসে ওই এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।

আঘাত হানার পর অতিপ্রবল ঘূর্ণিঝড় নিভার দুর্বল হয়ে পড়েছে। এর ফলে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অসংখ্য গাছ উপড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিভারের কারণে দুই উপকূলীয় রাজ্যের প্রায় দুই লাখ মানুষকে আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বাসিন্দাদের ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, ৪ হাজার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নি করা হয়েছে। স্থানীয় পুলিশ সদস্যদের বাসিন্দাদের সহযোগিতার জন্য বলা হয়েছে।

আরও দেখুন