বড়সড় জুয়ার ঠেকের হদিশ পেল কুলপি থানার পুলিশ, গ্রেপ্তার ৪

নিউজ সুন্দরবন ডেক্স: বড়সড় জুয়ার ঠেকের হদিশ পেল কুলপি থানার পুলিশ। জুয়ার ঠেকটি ছিল কুলপি থানা এলাকার উকিলমারি গ্রামে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কুলপি থানার অবর পরিদর্শক সমর ঘোষের নেতৃত্বে একটি ফোর্স অভিযান চালায়।
সেই অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে চারজন জুয়া খেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১,১৪,৩০০ টাকা এবং অন্যান্য কিছু অপরাধমূলক সামগ্রি।
সূত্রের খবর, ওই উকিলমারি এলাকায় বেশ কয়েকদিন ধরে জুয়ার আসর বসাত বেশ কয়েকজন যুবক।
রাতদিন করে খেলা হত এই জুয়া। স্থানীয় মানুষ প্রতিবাদ করতে গেলে তারাও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ত। শেষমেষ স্থানীয় বাসিন্দারা গতকাল কুলপি থানায় অভিযোগ দায়ের করলে রাতের বেলা কুলপি থানার পুলিশ এসে জুয়া খেলোয়ারদের গ্রেপ্তার করে।