শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের বাসন্তী ব্লকে স্বেচ্ছায় রক্তদান উৎসব

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স:  কালী পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করলো প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের জয়গোপালপুর নতুন হাট ব্যবসায়ী সমিতি। ২১ তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান উৎসবে ৪৮৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

বুধবার রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লক পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ দিলিপ নস্কর,জ‍্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি স্বপন পট্টনায়েক, স্থানীয় ব‍্যবসায়ী সমিতির সভাপতি গোপাল থান্দার, সম্পাদক অমল রতন কয়াল, পূজোকমিটির সম্পাদক সুভাষ নস্কর, বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক আকবর শেখ, চন্দ্রভূষন মন্ডল,অসিত নস্কর, মানিক মন্ডল, সুভাশিষ দাস, চিকিৎসক পরিমল নস্কর,মোক্তার মোল্লা সহ ব‍্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য বাসন্তীর জয়গোপালপুর নতুন হাট ব‍্যবসায়ী সমিতিও কালীপূজা কমিটি তাঁদের চিরদিনের ঐতিহ্য এই কালীপূজো। প্রতি বছরই যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ নানান ধরনের মনোঞ্জ অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ কুড়ি বছর অতিক্রম করে ২১ তম বর্ষে পদার্পণ করে।চলতি বছর মহামারী ভাইরাস কোভিড ১৯ এর কারণে সমস্ত কিছু মনোঞ্জ অনুষ্ঠান বাতিল করে কোন রকমে কালীপূজোর অনুষ্ঠান করেন।পাশাপাশি সমাজিক দায়বদ্ধতা মেনে রক্তের মহাসংকটে রক্তের জোগানের জন্য স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেন বুধবার।রক্তদান উৎসবে ৪৮৩ জন রক্তদাতা রক্ত দিলেও মহিলা রক্ত দাতাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।২২৫ জন মহিলা রক্ত দান করেন। যা সুন্দরবনের বুকে স্বেচ্ছায় রক্তদানের বিরল নজীর।