বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ জন অস্থায়ী সিকিউরিটি কর্মীকে কাজ থেকে ছাঁটাই, বিক্ষোভ

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাচান্দা পাওয়ার হাউসের সামনে অস্থায়ী সিকিউরিটি গার্ডরা বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, ৪ জন অস্থায়ী সিকিউরিটি কর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। যতদিন না ওই চার ব্যক্তিকে পুনরায় কাজে নিয়োগ করা হবে ততদিন তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে।

এক বিক্ষোভকারী বিকাশ কোলে জানান, যে কোম্পানির মাধ্যমে আমরা এই সিকুরিটি গার্ডের কাজে ঢুকেছি তারা আমাদের নিয়ে ব্যবসা করছে। আমরা করোনা আবহেও ডিউটি করেছি। আমাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়ে পুনরায় মোটা টাকা নিয়ে অন্য কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে। কেন? অপরদিকে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক প্রসেনজিৎ মন্ডল জানান, এই অস্থায়ী কাজ চলে যাওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।

তার কারণ যে সমস্ত সিকিউরিটি কোম্পানি এদের কাজে লাগিয়েছে তারা এদেরকে কাজ থেকে বাতিল করেছে । এ বিষয়ে আমরা কোনও তথ্য দিতে পারব না। মাঝখানে পড়ে জটিল অবস্থা অস্থায়ী সিকিউরিটি কর্মীদের।