শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্য দীপাবলীর আয়োজন শিলিগুড়ি মহকুমা লাগোয়া দুটি গ্রামের

News Sundarban.com :
নভেম্বর ১৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  অন্য দীপাবলীর আয়োজন শিলিগুড়ি মহকুমা লাগোয়া দুটি গ্রামে। চটহাট পঞ্চায়েতের নিরগিনগছ ও ভিমাগছ গ্রামকে দীপাবলীর প্রাক্কালে আলোয় আলোকিত করতে এগিয়ে এলেন সমাজবান্ধব এক পুলিশকর্মী।

শুক্রবার সন্ধ্যায় এলাকার মহিলা নিগাম ক্লাবের মহিলা সদস্যদের নিয়ে তিনি উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে গ্রামের চারদিকে ১০০০ মাটির প্রদীপ জ্বালালেন।
মহিলা নির্গম ক্লাবের সদস্যরা জানান, আমরা সাধারণত নিজের বাড়িকে আলোকিত করি এদিন সমাজকর্মী বাপন দাসের সহযোগিতায় পুরো দুটো গ্রামকে আমরা মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করলাম।

সমাজকর্মী ও পুলিশ বাপন দাস জানান, দীপাবলির আগে প্রতিবছর নতুন ভাবনা থাকে।
গ্রামের অন্যতম কুটিরশিল্প এই মাটির তৈরি প্রদীপকে সমৃদ্ধ করার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এই মাটির প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে করোনা মোকাবিলার ডাক দিয়েছেন। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিধাননগরের সমাজসেবিকা ভারতী ঘোষ। শিলিগুড়ি লাগোয়া বিধাননগরের এই সমাজবান্ধব পুলিশকর্মীর ভাবনা ও তার বাস্তব রূপায়ণ সত্যি নতুন বার্তা বহন করছে।