শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্যোগপতিদের সম্মান ঞ্জাপন

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার ১২ জন উদ্যোগপতিদের সম্মান জানালো স্বদেশী জাগরণ মঞ্চ।

কৃষি,ক্ষুদ্র ও কুটীর শিল্পতে স্বদেশী ও আত্মনির্ভরতার জন্য অর্থ এবং কর্ম সংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে জেলার ১২ জন উদ্যোগপতির হাতে ‘দত্তপন্থা ঠেংড়ী রাষ্ট্রীয় স্বাবলম্বন সম্মান’ প্রদান করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে ক্যানিংয়ের ইন্দ্রজাল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দত্তপন্থা ঠেংড়ী রাষ্ট্রীয় স্বাবলম্বন সম্মান’ উদ্যোগপতিদের হাতে তুলেদেন স্বদেশী জাগরণ মঞ্চের রাজ্যনেতা অশোক পাল চৌধুরী,দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতা নিত্যগোপাল সরকার,জেলা সম্পাদক ইন্দ্রজিৎ অধিকারী,গৌতম রায়,দক্ষিণ ২৪ পরগনা জেলার সংযোজক সভাপতি কৃষ্ণ দেবনাথ সহ অন্যান্যরা।

এদিন স্বদেশী জাগরণ মঞ্চ থেকে পুরষ্কার পেয়ে খুশি সমরেশ দোলুই,স্বপন সরদার,পরিমল সরদার,বিকাশ সাউ,সোনাতন প্রধান,মনীমোহন মন্ডলদের মতো জেলার অন্যান্য উদ্যোগপতিরা।