শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজি ছাড়া আলো দিয়েই পালন হবে এই বছরের দীপাবলি, এগিয়ে এসেছে সেনা কর্মীদের বাচ্চারা

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  চলতি বছর করোনা সংক্রমনের কারণেই সেই আনন্দ যেন ভাটা পড়েছে। দেশের একাধিক রাজ্যে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আতশবাজি নিষিদ্ধ হলেও প্রদীপে নিষেধাজ্ঞা নেই। তাই দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এই প্রদীপ। বাজি ছাড়া আলো দিয়েই পালন হবে এই বছরের দীপাবলি। এই ক্ষেত্রে এগিয়ে এসেছে জম্মু-কাশ্মীরের অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বাচ্চারা। তারা নিজের হাতে প্রদীপ তৈরি করে সেটাই দীপাবলিতে ব্যবহার করার কথা বলছে।

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন এবং করোনা সংক্রমণ নিয়ে চিনের ওপর ক্ষুব্ধ একাধিক দেশ। চিনা পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে। প্রতিবছর দীপাবলিতে দেশজুড়ে বিক্রি হয় চিনা ল্যাম্প, চিনা প্রদীপ সহ একাধিক ঘর সাজানোর জিনিস। এবছর সেইগুলোকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরের অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বাচ্চারা ঘরে তৈরি প্রদীপ এবং ল্যাম্প ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছে সবাইকে। তারা নিজের হাতে প্রদীপ তৈরীর কাজে লেগেছে। তাদের বক্তব্য, যখন আমরা চিনাপণ্য কিনছি, তখন সেই টাকাটা চিনের ঘরে ঢুকেছে। সেই টাকাটাই ভারতের ক্ষতি করার জন্য ব্যবহার করছে চিন।