শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামেগঞ্জে বাজি নয়, আলোর রোশনাই ভরসা

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: পুলিশ প্রশাসন থেকে বারংবার মাইকিং এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে এবছর এই করোনাভাইরাস এর ফলে শব্দবাজি নিষিদ্ধ। এই মাইকিং প্রচার শহরাঞ্চলে নয় গ্রাম বাংলাতেও এই প্রচার করা হচ্ছে। তাই এবছর গ্রামবাংলায় কালীপুজোর রেওয়াজটা একটু আলাদা। কোনো বাজি পটকার আওয়াজ নাই শুধুই রয়েছে আলোর রোশনাই। কালীপুজোর আগের দিন নামখানা ব্লকের শিবরামপুর গ্রামে দেখা গেল প্রতিটি বাড়িতে টাঙানো রয়েছে রকমারি আলোর ঝিকিমিকি। এমনই অবস্থায় গ্রামের ১০ বছরের এক বাচ্চা ছেলে অঙ্কুশ মাইতি জানায়, এবছর আমার বাবা আমাকে কোন বাজি কিনে দেয়নি। অন্যান্য বছরে আমি চারশো -পাঁচশো টাকা বাজি কিনতাম। কিন্তু এ বছর পুলিশ বাজি কিনতে না বলাতে আমার বাবা ছোট ছোট আলো কিনে নিয়ে এসেছে। এতে আমি খুব খুশি।

এইটুকু ছোট্ট একটি বাচ্চা এক পিস আলোতেই সে খুশি। যে ছেলেটি প্রতিবছর বাজি পোড়াতো, আজ সে বিরত।এই মহামারী করোনাভাইরাস এর ফলে এই বাজি কতটা পরিমাণে দূষণের দিক দিয়ে ভয়াবহতা আনতে পারে তা এইটুকু বাচ্চাও বুঝতে পেরেছে। এমনিভাবে আমরা যদি উদ্যোগ নিয়ে থাকি তাহলে আগামী দিনে এই মহামারী করোনাভাইরাস থেকে আমাদেরকে নতুন জীবন দেবে।