শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ থেকে ১৩ নভেম্বর ‌৫ লাখ ৫১ হাজার গোবরের প্রদীপে সাজবে অযোধ্যা

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। সে কারণে এবার অযোধ্যার দীপাবলি যেন অন্যরকম।  রামমন্দির তৈরির আনন্দে এবার অযোধ্যা সাজিয়ে তোলা হবে সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রদীপ দিয়ে।
সব প্রদীপ হবে গোবর দিয়ে। এই প্রথমবার গোবরের তৈরি প্রদীপ দিয়ে সাজবে অযোধ্যা।
দীপাবলিতে ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আলোময় থাকবে অযোধ্যা। পাঁচ লাখ ৫১ হাজার প্রদীপ জ্বলবে একসঙ্গে।
বিশেষ আয়োজনে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তবে করোনা মহামারির জন্য এবার ভারচুয়ালি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পাশাপাশি এই দীপাবলিতে নৃত্য পরিবেশন করবেন ২০ জন লোকশিল্পী।
এরই মধ্যে উত্তরপ্রদেশের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
করোনা বিধি মেনে যেন সবাই দীপাবলির আনন্দে মেতে ওঠেন, সেদিকে বিশেষ নজর রাখবে যোগী প্রশাসন।