মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শারীরিক কষ্ট থাকলেও মানুষের কাছে পৌঁছতে না পারার কষ্টটা বেশি বেদনাদায়ক : পর্যটনমন্ত্রী

News Sundarban.com :
নভেম্বর ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: গোটা বিশ্বে ত্রাস ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে সংক্রমণ। সমাজের উঁচু থেকে নিচু সবাইকেই এক লাইনে দাঁড় করিয়েছে করোনা। করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

ভর্তি হয়েছেন মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে থেকেই এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি বলেন, এই অতিমারিতে গত আটমাস ধরেই কাজ করে চলেছি। কোভিড-১৯ শুরু হবার পর থেকে একটি বারের জন্য থামিনি কখনো।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও তাঁর দেখানো পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন মন্ত্রী। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমিও কোভিড আক্রান্ত। শরীর ক্লান্ত ও পরিশ্রান্ত হলেও মানসিকভাবে এখনও আমি যথেষ্ট প্রাণবন্ত।

শারীরিক কষ্ট থাকলেও মানুষের কাছে পৌঁছতে না পারার কষ্টটা বেশি বেদনাদায়ক। পাশাপাশি তিনি কর্মীদের কোভিড পরীক্ষা করিয়ে সাবধানতা অবলম্বন করার কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মন্ত্রী।

বলেন, কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি নিজেদের শারীরিক পরীক্ষা করিয়ে নিতে এবং প্রয়োজনে কয়েকটা দিন আলাদা থাকতে।