শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পথ পশুদের জন্য ইসিজি (ECG) মেশিন

News Sundarban.com :
নভেম্বর ৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  করোনা পরিস্থিতিতে রুজি-রোজগার হারিয়ে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা বেশিরভাগ মানুষের।
নিজেদেরই ঠিকমতো চলে না উদ্বৃত্ত থেকে পথপশুদের খেতে দেওয়ার জোগার কোথায়!
ফলে রাস্তার পশুদের অবস্থাও খারাপ। লকডাউনে দোকান, বাজার বন্ধ থাকায় অনেক পথ কুকুর না খেতে মারাও গেছে।

আনলক শুরু হলেও অর্থনৈতিক অবস্থার হাল ফেরেনি, পকেটে টান নিয়েই চলতে হচ্ছে আমজনতাকে। এমন অবস্থায় অবলা পথ পশুদের দেখভাল করার জন্য কাজ করেছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা। স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে এগিয়ে এসেছেন বহু সহৃদয় মানুষও। ফের এমনই এক ঘটনার পুনরাবৃত্তি।

পথ পশুদের নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক ভাবে সাহায্য করতে এগিয়ে এলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নপরাজিত মুখোপাধ্যায়।
স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রয় ফাউন্ডেশন (ASHARI Foundation) এর কর্ণধার (CEO) তুষার রায়ের হাতে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন।
এই অর্থ দিয়ে পথ পশুদের জন্য ইসিজি (ECG) মেশিন কেনা হবে।