শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী তে রক্তদান শিবির

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রক্তের অকাল এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে মঙ্গলবার দুপুরে এক রক্তদান শিবিরের আয়োজন করলো সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়েপড়া বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর গরাণবোস এলাকার নিউ বালক সংঘ।

প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে প্রথম বর্ষের রক্তদান উৎসবের সূচনা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য শঙ্করী মন্ডল,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক আকবর সেখ সহ অন্যান্যরা।  স্থানীয় গরাণবোস নিউ বালক সংঘের আয়োজনে প্রথম বর্ষের রক্তদান উৎসবে ২০০ জন মহিলা সহ ৩৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

গরাণবোস নিউ বালক জহির সংঘের অন্যতম কর্ণধার বৈদ্য ও রেজাউল বৈদ্য  “ আমাদের এলাকার রাস্তাঘাট,চিকিৎসা পরিসেবার অবস্থা খুবই খারাপ। মুমুর্ষ রোগীদের জন্য  আমাদের এই রক্তদান উৎসবের আয়োজন ।