রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হিংসার রাজনীতি নিয়ে নামখানা থানায় ভারতীয় জনতা যুব মোর্চার ডেপুটেশন

News Sundarban.com :
নভেম্বর ২, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাজ্যে ভেঙে পড়া আইনশৃঙ্খলা ও শাসকদলের বেলাগাম হিংসার রাজনীতি নিয়ে নামখানা থানায় ভারতীয় জনতা যুব মোর্চার ডেপুটেশন।
সোমবার দুপুর ১ টায় এই ডেপুটেশন দেওয়া হয়। করোনার আবহে সোশ্যাল ডিসটেন্স এবং মাস্ক ব্যবহার করে ২৫ জন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা এই ডেপুটেশন দেন।
উপস্থিত ছিলেন,সাগর মন্ডল, যুবমোর্চার সভাপতি স্নেহাশীষ গিরি, মন্ডলের সাধারণ সম্পাদক পিযুষ পাত্র, সম্পাদক অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক সত‍্যব্রত গিরি, জেলা কমিটির সদস‍্য পথিক কুমার মন্ডল, সাগর মন্ডল ফাইভের সম্পাদক বিপ্লব নায়েক সহ আরও অন‍্যান‍্য কার্যকর্তারা।

এই প্রসঙ্গে বিপ্লব নায়েক বলেন, দিনের পর দিন তৃণমূল সরকার যেভাবে বিজেপি নেতা কর্মীদের উপর হত্যালীলা চালাচ্ছেন তা গ্রহণযোগ্য নয়।
গত দুই বছরে ১১০ জন বিজেপি কর্মকর্তারা তৃণমূলের গুন্ডাদের হাতে মৃত্যু হয়েছে।
গত এক মাসে ১৮ জন বিজেপি কর্মী-সমর্থকদের নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে তৃণমূলের নেতারা চাপ দিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে।

এই নির্লজ্জ ও জঘন্যতম রাজনীতি বেশিদিন চলতে পারে না‌। শুধু সময়ের অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। ২০২১ এ তা প্রমাণ হয়ে যাবে।