বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হেমন্ত কিংবা পেঁচা বিষয়ে

News Sundarban.com :
নভেম্বর ২, ২০২০
news-image

হেমন্ত কিংবা পেঁচা বিষয়ে
নীলাদ্রি দেব

আমাদের হেমন্ত হারিয়ে যাচ্ছে
গোলকিপারের করতলে একটি অমীমাংসিত ম্যাচ
তবু দুটো শ্বাসের মাঝে অদ্ভুত শূন্যস্থান,
প্রবল চিৎকার
এসব পেরিয়েই দৃষ্টিহীন বিকেল আলোর কাছে আসে
আরও রহস্যময় হয়ে ওঠে পেঁচা

কবি নীলাদ্রি দেব। জন্ম ১৯৯৫ সালের ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের কোচবিহারে। শারীরবিদ্যায় স্নাতক এই কবি পেশাগতভাবে শিক্ষক। আর নেশা বলতে কবিতা লেখা। কবিতায় মগ্ন থাকতে থাকতে নীলাদ্রি উত্তরণের পথ খুঁজে পেয়েছেন খুব তাড়াতাড়ি।

তাঁর কবিতার বই “ধুলো ঝাড়ছি live”, ” জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা”, “এবং নাব্যতা”। সহ সম্পাদিত পত্রিকা ইন্দ্রায়ুধ, বিরক্তিকর। প্রথম দশকের এই কবি মূলত কবিতা ও গদ্য লেখেন।