বারুইপুর পুলিশ জেলার বেশ কয়েক টি থানার আধিকারীকদের বদলি

নিউজ সুন্দরবন ডেস্ক: পুজো শেষ হতে না হতেই বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ বেশ কয়েকটি থানায় পুলিশ আধিকারীকদের রদবদল হল।সোমবার এক বিঞ্জপ্তী জারীর মাধ্যমে পুলিশ প্রশাসনের রদবদল এর ঘটনা জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার কামনাশীস সেন।
বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ গোসাবা থানার ওসি ছিলেন অভিজিৎ পাল। তিনি এবার বকুলতলা থানার দায়িত্ব সামলাবেন। গোসাবা থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব নেবেন বকুলতলা থানার ওসি সৌমেন বিশ্বাস। জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ দায়িত্ব নেবেন ভাঙড় থানার। ঝড়খালি কোষ্টাল থানার ওসি প্রশান্ত দাস জীবনতলা থানার ওসি হচ্ছেন। ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষাল ঝড়খালি কোষ্টাল থানার দায়িত্বভার সামলাবেন।