শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেওয়াল

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০২০
news-image

দেওয়াল (নেপালি কবিতা)
-কবি রাজা পুনিয়ানী, শিলিগুড়ি
অনুবাদ-বিলোক শর্মা, ডুয়ার্স

// ৫ //
দেওয়ালে
অসাধু ইতিহাসের খিস্তিবাজ ফোঁটা লেগে রয়েছে
যেখানে মাতৃভুমির নিয়মিত সরে চলা অস্হির পদক্ষেপ পড়ে
পড়ে ও সরে
এবং সরেই চলে।
মাতৃভুমির নিয়মিত পিছলে পড়া পদচিহ্ন অনুসরণ করে আসা
দলের পর দল মানুষেরা যখন
দেওয়ালে এসে হেলান দিল
তখন দেওয়ালে ফোঁটার এক-একটির আকারগুলো
-কোনোটা আমেরিকার মত
-কোনোটা সোমালিয়ার মত, কোনোটা প্যালেস্টাইনের মত
-কোনোটা পেরুর মত, কোনোটা বোস্নিয়ার মত, কোনোটা আফগানিস্তানের মত
-কোনোটা ভুটানের মত, কোনোটা নেপালের মত, কোনোটা বাংলাদেশের মত, কোনোটা ভারতের মত দেখা যাচ্ছে

মাতৃভুমির তৃষ্ণায় তীব্র আকুল সেই মানুষেরা
এক যুগের পর গ্রামে ফিরল
তারা গম্ভীরভাবে তাকাল বহুদিন দেখা না পাওয়া মায়ের ইতিহাসময় চেহারা ও মেয়ের পুঁচকে পায়ের চেটো
….. তবেমাত্রই জানতে পারল
তাদের খোঁজ তো হৃদয় ভিতরের মাতৃভুমি ছিল
ব্যবস্হার মাধ্যমে নেওয়া দেশ নয়।

// ৬ //
ফাটল ধরা দেওয়ালটি বলল-
আমাকে আরও ভাঙো

আমায় আমার মুক্তি দাও
এবং
আমার কাছে রাখা তোমার মুক্তি নিয়ে যাও

// ৭ //
আগের পায়ের উপর মুখখানি রেখে
চুপচাপ বসে রয়েছে
দেওয়ালে বিড়াল
চাঁদের আলোয় পরিস্কার লাগছে
বাড়িগুলো, বাগিচাগুলো, রাস্তাগুলো

বাঁশজঙ্গলের কোনাগুলো থেকে
উঁকি মারা চাঁদের চেহারা দেখে
দেওয়ালকে কিছু বলতে ইচ্ছে করছে

সে দেওয়াল
সে বলতে চাইছে
সে দেওয়াল
সে হাঁটতে চাইছে

// ৮ //
দেওয়ালে ফাটল ধরা
ছোট-বড় ঐতিহাসিক ছিদ্রগুলো থেকে
এদিক-ওদিক করতে থাকে
দেওয়ালেই মৌচাক বানানো
জঙ্গলী গুরিলা মৌমাছিরা

এপারে সূর্যের কিরণ এসে পৌছায় নি
তাসত্ত্বেও দেখা যায় ছিদ্রগুলো থেকে কিছু-কিছু
দেওয়ালের ওপারের সূর্য

সেই সূর্য দেখার পর
প্রকাশকে স্বাগত করার প্রস্তুতিতে রয়েছে
পায়ের তলায় পিষ্ট
সবার্ল্টন দূর্বাঘাসগুলো

মহাশয়, আপনি নীচু করা মাথাটি উপরে তুলুন
এবং দেওয়ালের আড়াল থেকে উপরে উঠুন
…..এদিকে ধেয়ে আসছে
প্রকাশ।

নেপালি ভাষার প্রখ্যাত কবি বিলোক শর্মা। জন্ম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর এই কবি পেশায় লুধিয়ানা কৃষি দপ্তরের ম্যানেজার।

নেপালি ভাষা থেকে বাংলায় বহু কবিতা ভাষান্তর করেছেন। বাঙালি-নেপালি ভাষার মেলবন্ধন ঘটাতে তিনি এভাবেই কাজ করে চলেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ “সময়াভাস”। “ডুয়ার্স জ্যোতি” নামে পত্রিকা সম্পাদনা করেন। ”হামরো চাহারি” নামে নেপালি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন।