বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭০ বছর বয়সী নারী এবার ভোট দিয়েছেন ট্রাম্পের শাসনের অবসানের জন্যই

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০২০
news-image

৭০ বছর বয়সী নারী জুডি কোসিক। জীবনে কোনো দিন ভোট দেননি তিনি। কিন্তু এবার দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনের অবসানের জন্যই তিনি ডাকযোগে জো বাইডেনকে আগাম ভোট দেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট–এর খবরে বলা হয়েছে,  জুডি কোসিক দুই সন্তানের জননী। নয় বছরের এক নাতিও রয়েছে তাঁর। জুডির বাড়ি ব্যাটেলগ্রাউন্ড পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটন শহরে। তিনি অফিস সহকারীসহ বিভিন্ন পদে কাজ করেছেন নানা প্রতিষ্ঠানে। জুডি বলেন, ‘৭০ বছর বয়সেও আমি নিজেকে একজন যুবক হিসেবে মনে করি। আমি বৃদ্ধা নারী নয়।

আমি সুন্দর থাকতে পছন্দ করি।’ এ জন্য তিনি নিয়ম করে ব্যায়াম করেন, রুপচর্চা করেন। জুডি একজন আইরিশ ক্যাথলিক। তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন। প্রার্থনাও করেন প্রতিনিয়ত। তবে গির্জায় যান না। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই তিনি প্রেসিডেন্সিয়াল বিতর্কগুলো দেখেছেন মনযোগ সহকারে। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষ কথা, ‘আমি শ্বাস নিতে পারছি না’ লেখা বাক্যটিও টেপ দিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দরজার সামনে টাঙিয়েছেন তিনি।