মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জিভ

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০২০
news-image

জিভ
ফিরোজ হক্

ক্রমশ ধুঁকে ধুঁকে খাচ্ছে চিন্তা
শরীরের এপিঠ থেকে ওপিঠে লেগে থাকে
ছিন্নভিন্ন হয়ে যাওয়া দুটি মাংসের টুকরো
আমি ইতিবাচকের সুরে সুর মেলাতে মেলাতে দেখতে পাই
আস্ত পৃথিবীটাই এক নেতিবাচক পন্থা…

ক্রমশ জিভ থেকে লালা ফেলতে পারলেই
আমরা নিজেকে বড্ড বেশি মানুষ মনে করি।

আর এদিকে আমার-আপনার জিভের লালাগুলি চেটেপুটে নিয়েও
সত্যিকারের মানবতা তৈরি করতে চায় ওরা…

আমি এবং আপনারা সেই গোপন ভালোবাসা দেখেও
উপেক্ষা করি তাদের…

আর আমাদের জিভের আগা দিয়ে
পিষিয়ে ফেলি তাদের।

কবি ফিরোজ হক্। জন্ম ১৯৯৭ সালের ২৮ জুন।পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মেটেলি ব্লকে।

মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলার শিক্ষক চন্দন খাঁর অনুপ্রেরণায় লেখালেখির শুরু। কলকাতার অক্ষর সংলাপ পত্রিকায় প্রথম আত্মপ্রকাশ। লিখেছেন দৈনিক বজ্রকণ্ঠ, কথালহড়ী, ৯ নম্বর সাহিত্য পাড়া লেন, মুজনাই প্রভৃতি পত্রিকায়।