উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

নিউজ সুন্দরবন ডেস্ক: একটি পুকুর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ান দিঘি থানার দাসপুর এলাকায়।
জানা গেছে, এক স্থানীয় বাসিন্দা তার নিজের পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে উঠে এসেছে এই বিরল প্রজাতির কচ্ছপ।
কচ্ছপটি দেখতে হলুদ বর্ণের। এটাকে বলা হয় ইন্ডিয়ান প্রজাতির সফটসেল। এটি পাওয়ার পর খবর দেওয়া হয় বনবিভাগে। বনবিভাগের আধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের যে কচ্ছপ কি পাওয়া গেছে সেটি দেখতে বিরল।
বিশেষজ্ঞদের ধারণা, জিনগত পরিবর্তন থেকে কচ্ছপটির গায়ের রং হলুদ হয়ে থাকতে পারে। অবশ্য কচ্ছপটি বন বিভাগের কর্মীরা জঙ্গলে ছেড়ে দিয়েছেন।