বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 সম্পন্ন হল দুর্গাপুজো, ২৫ গ্রাম হেরোইন,৩ টি আগ্নেয়াস্ত্র,৫ টি কার্তুজ বাজেয়াপ্ত সহ গ্রেফতার ২৫৪১,

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  পুজোর আগেই সদ্য বারুইপুর পুলিশ জেলা সুপারের দায়িত্বভার নিয়েছিলেন এসপি কামনাশিস সেন। তাঁর নির্দ্দেশে সমস্ত থানায় সহ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি, চেকিং, পুলিশি টহল দেওয়া হয়। উদ্দেশ্য ছিল পুজোর দিনগুলিতে জেলার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন।পাশাপাশি কোভিড ১৯ এর নিউ নর্মাল পরিস্থিতিতে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী প্রতিটি পুজো প্যাণ্ডেলে স্বাস্থ্যবিধি মেনে চলা কার্যকরী করতেও তৎপর ছিল বারুইপুর জেলা পুলিশ।

উল্লেখ্য যোগ্য ভাবে করোনা পরিস্থিতে চমক ছিল বারুইপুর জেলা পুলিশের “অনলাইন পুজো পরিক্রমা অ্যাপ”। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের এমন অভিনব উদ্যোগের মাধ্যমে ঘরে বসেই অনেকেই জেলার বেশ কিছু পুজো প্যাণ্ডেলে ভার্চুয়াল সফর সারতে পেরেছেন।
তাছাড়াও বারুইপুর জেলাপুলিশ অতি সতর্কতার সাথে নির্দিষ্ট মামলায় ৯৯ জন কে গ্রেফতার করেছেন।প্রতিরোধ মুলক গ্রেফতারের সংখ্যা ৪৭০,বিপজ্জনক ড্রাইভিং এর জন্য ১৯৭২ জন। এছাড়াও ৩ টি আগ্নেয়াস্ত্র, ৫ টি গোলাবারুদ এবং ২৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে বারুইপুর জেলা পুলিশ।