শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শুরু হয়েছে বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আজ বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। বিহারে বেজে গেল বিধানসভা নির্বাচনের ভোটের দামামা। এবারে দেখা যাবে বর্তমান সরকার জনমানুষের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল তার প্রমান পেতে চলেছে বিহার বাসি। নিতিশ কুমারের শাসন ভার তার হাতে নাই। রাজ্য চালানোর ক্ষমতাও নাই।

বয়স হয়েছে। গত দেড় দশকের নীতীশ শাসনের বিরুদ্ধে প্রচারে এভাবেই সুর চড়িয়েছিল মহাজোট। পাল্টা নীতীশের দাবি, লালু যেভাবে পশুখাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যের জঙ্গলরাজ্ চালাত সেটা রাজ্যবাসীর কাছে সুখকর নয়। এমনকি পুলিশদেরকে একহাত করে শাসন চালাত সেই রাজ কি ফিরিয়ে আনতে চান। এমনই বার্তা রাজ্যবাসীকে ছুঁড়ে দিলেন নিতিশ কুমার।

রাজ্যে অপরাধের সংখ্যা কমেছে। উন্নয়ন হচ্ছে। এমন তরজার মধ্যেই আজ ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। আজ ভোট নেওয়া হবে ৭১ আসনে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ১,০৬৬ প্রার্থী।

সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত রাখা হবে ১০০০-১৬০০ মধ্যে। ইভিএম স্যানিটাইজ করা হবে বারে বারে।