শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়েদের সঠিক বিয়ের বয়স নূন্যতম কত হবে তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে কেন্দ্র

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  মেয়েদের বিয়ের সঠিক বয়স এখনও পর্যন্ত মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়সের নিচে বিবাহ করা আইন বিরুদ্ধ।
অর্থাৎ ১৮ এবং ২১ এই দুটি বয়স আপাতত আইনত গৃহীত হয়েছে।
তবে এবার মেয়েদের সঠিক বিয়ের বয়স নূন্যতম কত হবে তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি যা রিপোর্ট দেবে তার অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকার।
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন-এর সঙ্গে ভারতের সম্পর্কে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার একটি কয়েন উদ্বোধন করেন মোদি।

সেখানে তিনি বলেন, আমাদের দেশের মেয়েদের বিয়ের সঠিক বয়স কত হওয়া উচিত তা নিয়ে আলোচনা চলছে।
দেশের সব প্রান্ত থেকে মেয়েরা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।
তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটি কেন একটা সিদ্ধান্তে আসতে পারেনি তিনি খোঁজ নিচ্ছেন।
তিনি আশ্বাস দিয়েছেন কমিটির রিপোর্ট দিলেই সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে।