ট্রাক টার্মিনালের কর্মীরা কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে সামিল

নিউজ সুন্দরবন ডেস্ক: একাধিক দাবিতে সরব হয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ট্রাক টার্মিনালের কর্মীরা কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ বিগত ১০ বছর ধরে কর্মরত শ্রমিকরা সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁদের অভিযোগ,লকডাউনের সময় প্রায় ছয়মাস মাইনে পায় নি। ছয়মাস পর বেতন চালু হল। এছাড়া ১০ বছর ধরে ট্রাক টার্মিনাসে কাজ করে গেলেও পিএফ, ইএসআই ও বোনাস থেকে তারা বঞ্চিত। মালিকপক্ষের কাছে দাবি জানালেও নানান টালবাহনা করে কাটিয়ে দিচ্ছে। তাই এবার ঠিক পুজোর মুখে মালিকপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন ট্রাক টার্মিনালের কর্মীদের। রবিবার সকাল থেকে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়।
তাদের দাবীগুলি হল, সরকারি নিয়ম অনুসারে তাদের বেতন ও বোনাস দিতে হবে। এসজেডিএর তরফে রেট চার্ট দিতে হবে। শ্রমিকদের সুরক্ষা প্রদান করতে হবে। সকলকে পিএফ, ইএসআইয়ের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিগুলি মানা না হলে তারা এভাবেই কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলে তারা জানান।