শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক , নার্স, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল

News Sundarban.com :
অক্টোবর ১৭, ২০২০
news-image
নিউজ সুন্দরবন ডেস্ক: বিশেষজ্ঞরা আগেই সতর্ক করছেন দুর্গাপূজায় করোনা সংক্রমণ বাড়তে পারে। কোভিড আবহে শারদীয়া দুর্গাপূজার সময় শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক , নার্স, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করল হাসপাতাল কর্তৃপক্ষ ।
পুজোর কদিনে হাসপাতালের সমস্ত বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডা: অমিতাভ মন্ডল।
শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: প্রলয় আচার্য, সুপার ডা: অমিতাভ মন্ডল।
বৈঠকের পর সুপার ডা: অমিতাভ মন্ডল জানিয়েছেন, শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশু বিভাগ, অঙ্কোলজি ও এনাসথেসিযাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুর জন্য স্বাস্থ্য ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।
ওই ডিপ্লোমা কোর্সগুলি চালু হলে হাসপাতালের পরিষেবার মান বাড়বে । ডায়ালিসিসের শয্যার সংখ্যা বাড়ানো হবে।